বরিশালের আগৈলঝাড়ায় ঈদের বিশেষ ভিজিএফ চাল বিতরন করা হয়েছে। উপজেলার ৫টি ইউনিয়নের প্রায় সাড়ে ৪হাজার ৪শ ৭৫টি দুঃস্থ পরিবারের জন্য ৬৭দশমিক ১২৫মেট্টিক টন ঈদের বিশেষ ভিজিএফ চাল বরাদ্দ করেছে ত্রাণ ও পুণর্বাসন মন্ত্রণালয়। উপজেলার রাজিহার ইউনিয়নে ৮শত ৮৭ পরিবার, বাকাল ইউনিয়নে ৭২৩ পরিবার, বাগধা ইউনিয়নে ৮৪২পরিবার, গৈলা ইউনিয়নে ১২০০পরিবার ও রতœপুর ইউনিয়নে ৮২৩ পরিবারের মধ্যে চাল বিতরন করা হবে। বৃহস্পতিবার সকালে উপজেলার গৈলা মডেল ইউনিয় ও বাকাল ইউনিয়নের দুস্থ পরিবারকে ১৫কেজি করে মাঝে চাল বিতরন কার্যকক্রম উদ্বোধন করেন আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্বা আবদুর রইচ সেরনিয়াবাত ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু মো. সালেহ লিটন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সহ-সভাপতি আবদুস সাত্তার মোল্লা, যুগ্ন সাধারন সম্পাদক জসীম উদ্দিন সরদার, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইকসহ দলীয় নেতাকমী ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। চাল বিতরনে গৈলা ও বাকাল ইউনিয়নের ট্যাক কর্মকর্তা দায়িত্বে রয়েছেন ছোটমনি নিবাসের উপ-তত্ত্বাবধায়ক মো.আবুল কালাম আজাদ ও উপজেলা সমবায় কর্মকর্তা মো.কামরুজ্জামান।