পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গরিব,অসহায় ও দুস্থ ১ হাজার ৪‘শ ৭০ পরিবারের মধ্যে ১৫ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।আজ বৃহস্পতিবার সকালে নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল কবির এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন কুন্ডা ইউপি চেয়ারম্যান মোঃ ওয়াছ আলী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিদুল আলম,ট্যাক কর্মকর্তা ও রির্সোস কর্মকর্তা শাহজাহান ভুইয়াসহ ইউপি সদস্যগণ। এবার কুন্ডা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে মোট ১ হাজার ৪‘শ ৭০ পরিবারের মধ্যে ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়। এছাড়াও কুন্ডা ইউপি চেয়ারম্যান মোঃ ওয়াছ আলী ব্যক্তিগত তহবিল থেকে প্রত্যেককে নগদ পঞ্চাশ টাকা করে দেয়া হয়।