মুলাদীতে ধার দেওয়া টাকা ফেরৎ চাওয়ায় পাওনাদারকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। গতকাল বুধবার বিকাল ৫টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের মুন্সীরহাট বাজার এলাকায় সফিপুর গ্রামের দিলু ভুইয়ার পুত্র আশিক ভুইয়ার নেতৃত্ব সন্ত্রাসীরা একই গ্রামের রাফি সরদারের পুত্র নেছার সরদারকে কুপিয়ে মারাতœক জখম করে।
আহত নেছার সরদার জানান প্রায় ৩মাস আগে আশিক ভুইয়া জরুরি প্রয়োজনে এক মাসের মধ্যে টাকা ফেরৎ দেওয়ার কথা বলে তার কাছ থেকে ১হাজার ২শত টাকা ধার নেয়। কিন্তু ৩মাস পরেও ধারের টাকা ফেরৎ না দেওয়ায় বুধবার বিকালে ৫টার দিকে তিনি আশিককে মুন্সীরহাট বাজারে পেয়ে টাকা চান। এতে আশিক ক্ষিপ্ত হয়ে তার ভাই সোহাগ ও ইয়াসিন ভুইয়াকে সাথে নিয়ে দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে নেছার সরদারকে কুপিয়ে-পিটিয়ে মারাতœক আহত করে। নেছার সরদারের ডাকচিৎকারে বাজারের লোকজন এসে তাকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় নেছার সরদার বাদী হয়ে আশিকসহ ৩জনের বিরুদ্ধে অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।