ঢাকা রংপুর মহাসড়কে চারলেন জাতীয় মহাসড়কের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। সরকার মহাসড়কের পাশের জায়গাগুলোর মালিকদের তাদের জমি, বাড়ির নির্ধারিত মূল্য ৩ গুণ পরিশোধ করার পরিকল্পনা নিয়েছে। এ সিদ্ধান্তে অনেক জমি মালিক অতিরিক্ত মুনাফার লোভে দ্রুত গতিতে নিম্নমানের ইট, সিমেন্ট ব্যবহার করে গড়ে তুলছে বর্ধিত ফ্লোর। এতে জীবন ঝুঁকিতে পাশের জমিগুলোতে অবস্থানরত বাসিন্দারা।
সরেজমিনে জানা যায়, হালকা ঝড়েই এই বর্ধিত বিল্ডিং ভেঙ্গে পড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে অতি মুনাফা লোভীদের পাশের বেশ কয়েকটি বাড়ি। উপজেলার রহিমাবাদ শালুকগাড়ি এলাকার ৪ তলা বিশিষ্ট করতোয়া ক্লিনিকের ছাদে অবৈধভাবে নিম্নমানের ইট, সিমেন্ট ব্যবহার করে হালকাভাবে একটি ফ্লোর গড়তে নেওয়া হয়। সোমবার (২৭ মে) বয়ে যাওয়া ঝড়ে এই বিল্ডিং এর বর্ধিত দেওয়াল ধসে পড়ে পাশের শাজাহান আলীর টিনচালা বাড়ির উপর। এতে বাড়ির টিন দবে যাওয়া সহ, ফ্রিজ, টিভি সহ পুরো ঘরের আসবাবপত্র নষ্ট হয়ে যায়। মারাত্মক আহত হয় শাজাহান আলীর মেয়ে অনার্স পড়ুয়া শিক্ষার্থী মুন্নি আক্তার। এ ঘটনায় শাজাহান আলীর পরিবার সহ আশেপাশের ৫-৭ টি পরিবার আতঙ্কে বসবাস করছে।
শাজাহানপুর উপজেলার আড়িয়াবাজার এলাকা হতে মাঝিড়া পর্যন্ত অবৈধভাবে গড়ে উঠছে এরকম শতাধিক বর্ধিত বিল্ডিং।
এ বিষয়ে শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, বর্ধিত করে কোন লাভবান হবেননা তারা। কেননা, এটা আগেও ভিডিও করা আছে। আর কেউ ক্ষতিগ্রস্থ হলে অবশ্যই বর্তমান আইনেই ব্যবস্থা হবে।