আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানার ৩ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বুধবার আদালতে প্রেরন করা হয়েছে।
পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান (বিপিএম) এর দিক নির্দেশনায় আশাশুনি থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ আবদুস সালামের নেতৃত্বে এসআই বিজন কুমার সরকার অভিযান চালিয়ে সিআর-২৮১/১৭ (সাজাপ্রাপ্ত) (ওয়ারেন্ট) পলাতক আসামি দরগাহপুর গ্রামের সফুর সরদারের পুত্র হারুন সরদারকে গ্রেফতার কারেন। এএসআই জাকির হোসেন, এএসআই মোকাদ্দেস হোসেন পৃথক অভিযানে সিআর-৬৫/১৮ (ওয়ারেন্ট) আসামি গদাইপুর গ্রামের আঃ লতিফ গাজীর পুত্র কাইয়ুম গাজী ও তার স্ত্রী কামনা খাতুনকে গ্রেফতার কারেন।