আশাশুনি উপজেলায় ক্লিনিকের উপর চোরদের নজর পড়েছে। কুল্যার পর এবার কাদাকাটি কমিউনিটি ক্লিনিকে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে সংঘবন্ধ চোরেরা ক্লিনিকের তালা ভেঙ্গে মালামাল চুরি করে।
মঙ্গলবার ডিউটি শেষে ক্লিনিকের সিএইচসিপি ক্লিনিকের দরোজায় তালা লাগিয়ে বাড়িতে চলে যান। বুধবার সকালে ক্লিনিকে এসে দেখেন দরোজার তালা ভাঙ্গা। এরপর ভিতরে ঢুকে দেখেন ক্লিনিকের মধ্যে বসানো পানি উত্তোলনের বৈদ্যুতিক পাম্প, ২টি সিলিং ফ্যান, ১টি ওয়েট মেশিন ও অনুমান ১০ সহ¯্রাধিক টাকার ওষুধ চুরি হয়ে গেছে। এ ব্যাপারে থানায় জিডির প্রস্তুতি চলছিল। উল্লেখ্য মাসের প্রথম দিকে কুল্যা কমিউনিটি ক্লিনিকে একই ভাবে চুরির ঘটনা ঘটেছিল।