আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের গুনাকরকাটিতে ভুট্টা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ মে) বিকালে গুনাকরকাটি পশ্চিম পাড়ায় এ মাঠ দিবসের আয়োজন করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশাশুনি রবি ২০১৮-১৯ অর্থ বছরে রাজস্ব খাতের অর্থায়নে ভুট্টা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজিবুল হাসান। উপ সহকারী কৃষি কর্মকর্তা সুখদেব কুমার সাধুর সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এসএপিপিএ আঃ গনি। অনুষ্ঠানে ভুট্টা চাষী হাবিবুর রহমান তার ভুট্টা চাষের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। কৃষক হাবিবুর রহমান কৃষি বিভাগের সহযোগিতা ও কৃষি কর্মকর্তাদের পরামর্শ নিয়ে এবছর সুপার সাইন- ২৭৬০ (হাই ব্রিড) ভুট্টা চাষ করেছেন। গত মৌসুমেও তিনি ভুট্টা চাষ করে ব্যাপক সফলতা অর্জন করেন।