আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ বালু উত্তোলনের অপরাধে এক ইউপি সদস্যকে জরিমানা ও মেশিন মালিককে জেল প্রদান করা হয়েছে। বুধবার (২৯ মে) বিকালে উপজেলার কুল্যা ইউনিয়নে কোর্ট পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা বুধবার বিকালে উপজেলার কুল্যা ইউনিয়নের গাবতলা গ্রামের কাছে মরিচ্চাপ নদীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। নদী থেকে ড্রেজার মেশিনের সাহায্যে স্থানীয় ইউপি সদস্য উত্তম কুমার দাশ অবৈধভাবে বালু উত্তোলন করে জমি ভরাট করাচ্ছিলেন। বিজ্ঞ আদালতে বালি ও মাটি উত্তোলন আইন- ২০১০ এর ৫ এর ১ ধারায় মেম্বার উত্তমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে বালু উত্তোলন কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন স্থানীয় ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার জিম্মায় দেওয়া হয় ও মেশিন মালিক কালিগঞ্জ উপজেলার নলতার আনোয়ার হোসেন ঢালীর পুত্র আকবর আলিকে ৭ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। এ সময় এসআই বিল্লাল হোসেন, এএসআই হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।