কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকালে ইউপি পরিষদের সম্মেলন কক্ষে প্রকাশ্যে উন্মক্ত বাজেট ঘোষণা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে ২০১৯-২০২০ অর্থ বছরের জন্য ১কোটি ৩৮ লক্ষ ৩০ হাজার ৮শ’৯০ টাকার উন্মক্ত বাজেট ঘোষণা করা হয়। বাজেট ঘোষণা করেন-কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলামুল আলম আসলাম। যা আগামি ১ বছর ওই ইউনিয়নের উন্নয়নের জন্য ব্যায় করা হবে। কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলামুল আলম আসলামের সভাপতিত্বে উন্মুক্ত বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন-কুশোডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সভাপতি বাবু রাম প্রসাদ দত্ত, ইউপি সদস্য সাজেদা খাতুন, হাসিনা খাতুন, নাইস আরা বেগম, হাফিজুর রহমান, জাহাঙ্গীর আলম, আবদুল আলিম খান, বাবু লক্ষন চন্দ্র দে, বাবু অনন্ত কুমার, আনারুল ইসলাম, মফিজ উদ্দীন মুফতি, আলী আহম্মেদ, ফারুক হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন-ইউনিয়ন পরিষদের সচিব গাজী আনিছুর রহমান। বাজেট অধিবেশনে ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম বলেন, ২০১৯-২০২০ অর্থ বছরে বাজেট ১কোটি ৩৮ লক্ষ ৩০ হাজার ৮শ’ ৯০ টাকা। এ বাজেট সাধারণ জনগণের বাজেট। এ বাজেট ইউনিয়নবাসীর উন্নয়নের জন্যই ব্যায় করা হবে। এ সময় বক্তারা বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকলে একটি ইউনিয়ন বা সমাজ সুন্দর ভাবে পরিচালিত হয়। তাই এভাবে উন্মক্ত বাজেট ঘোষণার মাধ্যমে ইউনিয়নবাসীর সু-পরামশের সুযোগ ও তাদের মতামতের গুরুত্ব দেওয়া উচিত। এ ছাড়া এই ইউনিয়নকে সুন্দর ও মডেলে পরিণত করতে ইউনিয়নবাসীকে নিয়মিত কর প্রদানের আহ্বান জানানো হয়।