সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার বলেছেন-মাদক-সন্ত্রাস নির্মূলে পুলিশ জিরো টলারেন্সে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে তাৎক্ষনিক ব্যবস্থা নেয়া হবে। বুধবার (২৯মে) বেলা সাড়ে ১১টার দিকে কলারোয়ায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। কলারোয়া থানা চত্বরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে উদ্যোগি হতে তিঁনি সকল জনসাধারনের প্রতি আহবান জানান। ‘জঙ্গি-মাদক প্রতিকারে, জনতা পুলিশ এক কাতারে’ ‘পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন- এই স্লোগানে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলে-কলারোয়া উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। থানার কর্মকর্তা ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াসের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম.এ ফারুক, উপজেলা ওয়ার্কাসপার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক স.ম মোরশেদ আলী ও কলারোয়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এমএ কালাম। থানার পরিদর্শক (তদন্ত) রাজিব হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন-যুগিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হাসান, কেড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, জয়নগর ইউপি চেয়ারম্যান শামছুদ্দীন আল মাসুদ বাবু, সোনাবাড়ীয়া ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম, চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, কেরালকাতা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আবদুল হামিদ সরদার, কয়লা ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, কুশোডাঙ্গা ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, দেয়াড়া ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান মফে, কলারোয়া প্রেসক্লাবের সিনিয়র সহ.সভাপতি সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, সহ.সভাপতি শেখ জাকির হোসেন, সাধারণ সম্পাদক শেখ মোসলেম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, দপ্তর ও প্রচার সম্পাদক সুজাউল হক, নির্বাহী সদস্য গোলাম রহমান, আনোয়ার হোসেন, সদস্য সরদার জিল্লুর, গোপাল ঘোষ বাবু, কলারোয়া রিপোর্টাস ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, সহ-সভাপতি জাকির হোসেন, কোষাধ্যক্ষ মোস্তফা হোসেন বাবলু, ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক আরিফুল হক চৌধুরী, সাংবাদিক তাজউদ্দিন আহম্মেদ রিপন প্রমুখ। এর আগে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন কলারোয়া থানা মসজিদের খতিব আসাদুজ্জামান ফারুকী ও গীতা থেকে পাঠ করেন থানার এসআই পিযুষ কান্তি ঘোষ। অনুষ্ঠানে বিভিন্ন এলাকার নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার উপস্থিত লোকজনের কাছ থেকে তাদের খোলামেলা আলোচনা, অভিযোগ, পরামর্শ শুনেন এবং সমাধানে তাৎক্ষনিক নির্দেশনা প্রদান করেন।