কোপা আমেরিকায় অংশ নিতে অনুশীলন শুরু করেছে ব্রাজিল। আর শুরুতেই ধাক্কা খেয়েছে তারা। মঙ্গলবার অনুশীলনের সময় চোট পেয়েছেন দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় নেইমার। তার হাঁটুর চিকিৎসাও শুরু হয়ে গেছে।
তেরোসোপোলিসে হয়েছে ব্রাজিলের অনুশীলন ক্যাম্প। সেখানেই দলের অনুশীলনের শুরুতে গোলমুখের সামনে বল দখলের লড়াই করতে গিয়ে চোট পান নেইমার। বেশ কিছুক্ষণ খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন তিনি। পরে আবার মাঠে নেমেছিলেন। কিন্তু লাফাতে গিয়ে আরও একবার আঘাত পান এই স্ট্রাইকার। এরপর ব্যথা আর অস্বস্তি নিয়ে ড্রেসিংরুমে ফিরে যান নেইমার।
মাঠ থেকে ফিরে ব্রাজিলের টিম চিকিৎসক রোদ্রিগো ল্যাসমারের কাছে যান নেইমার। সেখানেই চিকিৎসা চলছে তারা।
গত শনিবার জাতীয় দলের ট্রেনিং মাঠে যোগ দেন পিএসজি স্ট্রাইকার। তবে পরদিন দানি আলভেসের কাছে অধিনায়কত্ব হারানোর খবর শোনেন তিনি। ব্রাজিল ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানায়, অধিনায়কত্ব কেড়ে নেওয়ার সংবাদ নেইমারকে আগেই জানান কোচ তিতে।
আগামী ১৪ জুন শুরু হবে কোপা আমেরিকা। ব্রাজিলের সঙ্গে ‘এ’ গ্রুপে আছে বলিভিয়া, ভেনেজুয়েলা ও পেরু।