নওগাঁর পত্নীতলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবার সরবরাহে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। নির্ধারিত মেন্যু ও মান অনুয়ায়ী রোগীদের খাবার সরবাহ না করে পঁচা কলা ও খাবার অনুপযোগি বাসী পাউরুটি সরবরাহ করার অভিযোগ রয়েছে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে। রুগী বা তাদের স্বজনরা এ বিষয়ে অভিযোগ করলে হাসপাতালের কর্তব্যরত নার্স ও কর্মকর্তারা নানা ভাবে হয়রানি করারও অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে রোগী ও তাদের স্বজনদের মধ্যে বিরাজ করছে চাপা ক্ষোভ। বিষয়টি ওপেন সিক্রেট হলেও সভাই যেন জেনেও না জানার ভান করছে।
সরেজমিনে মঙ্গলবার সকালে পতœীতলা স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে দেখা গেছে, সেখানে ২০জন রোগী ভর্তি রয়েছেন। ভর্তি থাকা রোগী শরিফুল, ফাতেমা বেগম, মতিবুল ইসলাম, আরশেদুল, মোবারক, শরিফা বানুসহ কয়েকজন রোগীর সাথে কথা বলে জানা গেছে, সকালে নাস্তা হিসাবে পঁচা কলা ও বাসী রুটি দেওয়া হয় যা খাওয়া যায় না। দুপুরের ভাত দেওয়া হয় বিকেল ৩টায়। ভাতের চাল এতই নি¤œমানের যে মুখে দেওয়া যায় না। অনেক সময় ভাতের ভিতর থেকে পোকাও পাওয়া যায়। তরকারি হিসাবে সরবরাহ করা হয় সিলভার কাপ মাছ বা মাংসের ছোট ছোট টুকরা। দুপুর ও রাতে একই ধরণের খাবার দেওয়া হয়। এ সকল মানহীন খাবার তাঁরা নিতে না চাইলেও ঠিকাদারের লোকজন জোর করে দিয়ে যায়। কিছু বললে তাঁরা বলেন, খেতে না পারলে ফেলে দেন। সকল রোগ ও সকল বয়সীদের জন্য একই ধরণের ধাবার দেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি থাকা একজন রোগীর জন্য খাবার বাবদ প্রতিদিন ২শত টাকা বরাদ্দ রয়েছে। এ টাকা দিয়ে রোগীকে সকালের নাস্তা এবং রাতে ও দুপুরে ভাত সরবরাহ করার কথা। নাস্তাতে কলার সাথে ১শত গ্রাম ওজনের একটি পাউরুটি দিতে হবে। দুপুরের ও রাতের খাবারের সাথে তরকারি হিসাবে রুই মাছ বা ২৫০ গ্রাম পরিমাণ মাংস সরবরাহ করার কথা। সপ্তাহের রবি, মঙ্গল, বৃহস্পতি ও শুক্রবার দিনে রোগীদের মাংস করবরাহ করার কথা রয়েছে। গত এক যুগ ধরে বিপ্র টেড্রাস নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের খাবার সরবরাহ করছে। এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে নি¤œমানের খাবার সরবরাহ করার অভিযোগ রয়েছে।
এ বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের খাবার মনিটরিং এর দায়িত্বে থাকা আর এম ও ডা. খালিদ সাইফুল্লাহ বলেন, এ বিষয়ে ঠিকাদারকে ডেকে সর্তক করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.তৌফিক আহম্মেদ বলেন, খাবারের বিষয়টি সিভিল সার্জন স্যারকে জানিয়েছি। নওগাঁর সিভিল সার্জন ডা. মোমিনুল ইসলাম জানান, নি¤œমানের খাবারের বিষয়টি জানতে পেরেছি। ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্বাস্থ্য কেন্দ্রে নি¤œমানের খাবার পরিবেশনের দায়ে অভিযুক্ত ঠিকাদার বিমান কুমার এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি কোন খারাপ খাবার পরিবেশন করি না। মেন্যু অনুযায়ী রোগিদের খাবার পরিশেন করা হয়। যারা অভিযোগ করছে তারা মিথ্যা অভিযোগ করছে।