ঈদ উপলক্ষে রাজশাহী রেলস্টেশনে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হয়েছে। আগামি ২ জুন পর্যন্ত অগ্রীম টিকিট বিক্রি চলবে। টিকিট বিক্রির শুরুর দিন বুধবার (২৯ মে) দেয়া হচ্ছে ৭ জুনের টিকিট। আর ৩০ মে বৃহস্পতিবার বিক্রি হবে ৮ জুনের টিকিট, ৩১ মে বিক্রি হবে ৯ জুনের, ১ জুন বিক্রি হবে ১০ জুনের ও ২ জুন বিক্রি হবে ১১ জুনের আগাম ফিরতি টিকিট।
এ বিষয়ে রাজশাহী রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট আবদুল করিম বুধবার দুপুরে জানান, আগামি ৬ জুন ঈদের দিন ধরে বুধবার সকাল নয়টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। এদিন আগামি ৭ জুনের জন্য রাজশাহী থেকে ঢাকা, খুলনা, পার্বতিপুরসহ বিভিন্নরুটের টিকেট দেয়া হয়। আর বিরতিহীন ট্রেন বনলতা এক্সপ্রেসসহ ঢাকার উদ্দ্যেশে চারটি ট্রেনের টিকেট পাবে যাত্রীরা। তবে মোট টিকিটের অর্ধেক ‘রেলসেবা’ নামে অ্যাপস থেকে বাকি টিকিট বিক্রি হবে বলেও জানান স্টেশন সুপারিনটেনডেন্ট।
এদিকে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরতে টিকেটের জন্য বুধবার সেহরী খেয়েই রাজশাহী রেলওয়ে স্টেশনে অবস্থান নেয় বহু যাত্রী। অনেকেই আবার মঙ্গলবার রাতেই সেহরী খাবার সঙ্গে এনে স্টেশনের টিকিট কাউন্টারের সামনেই খেয়ে শুয়ে বসে রাত পার করেছেন।
অন্যদিকে যাত্রীদের নির্বিঘেœ টিকেট দিতে ও কালোবাজারি ঠেকাতে র্যাবের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ তৎপরতা লক্ষ্যকরা গেছে। অধিকাংশ মানুষই টিকিটের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন। তবে ঢাকার মত এখানেও ‘রেল সেবা’ অ্যাপসে কাঙ্খিত সেবা পাচ্ছেন না বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ কমার্সিয়াল ম্যানেজার (সিসিএম) এএমএম শাহ নেওয়াজ বলেন, ‘প্রথম দিন চাপ বেশি থাকায় অ্যাপসে সাময়িক সমস্যা হতে পারে। তবে তা ঠিক হয়ে যাবে।’