সিভিল সোসাইটি এলায়েন্স ফর স্কেলিং আপ নিউট্রিশন, বাংলাদেশ আইসিসিও কো-অপারেশন (সিইএ) প্রকল্পের সহযোগিতায় এবং সরকারী কর্মকর্তা, সিএসএ ফর সান এর বিভাগীয় সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যম প্রতিনিধি ও এনজিও প্রতিনিধিবৃন্দের অংশগ্রহণে বুধবার রংপুর মহানগরীর সিও বাজার কেল্লাবন্ধস্থ সিলভার জুবিলী ভবনে ইএসডিও কনফারেন্স রুমে “দ্বিতীয় জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনা(এনপান-টু)বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা ও সুপারিশমালা প্রনয়ণ” বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়। রংপুরের সিভিল সার্জন ডাঃ আবু মোঃ জাকিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় সহকারী স্বাস্থ্য পরিচালক ডাঃ মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ এর সহকারী পরিচালক ডাঃ মোঃ আকতার হোসেন। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিসিও কো-অপারেশন (সিইএ) প্রকল্পের টেকন্যিাল এক্সপাট মোঃ মানিরুজ্জামান মুকুল।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্লান বাংলাদেশ প্রতিনিধি ডাঃ মাহাবুবুল আলম, ইউএনডিপির প্রতিনিধি মতিয়ার রহমান, কেয়ার বাংলাদেশ প্রতিনিধি গোলাম রব্বানী, ফিদার নির্বাহী পরিচালক ফিরোজা বেগম, সাংবাদিক আবদুর রহমান মিন্টু ও সাইফুল ইসলাম প্রমূখ।