রংপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বুধবার আর্ন্তজাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হয়েছে। সকালে দিবসটি উপলক্ষে রংপুর সেনানিবাসের অভ্যন্তরে ক্যান্ট পাবলিক স্কুল এ- কলেজে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় জেনারেল কর্মকর্তা কমান্ডিং, ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার রংপুর এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ নজরুল ইসলাম বক্তব্য রাখেন। শোভাযাত্রায় অতিরিক্ত ডি আইজি বশির আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ এনামূল কবির ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বাংলাদেশ পুলিশ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী ও পুলিশ এর যে সকল সদস্য জাতিসংঘের বিভিন্ন মিশনে দায়িত্ব পালন করেছেন এবং দায়িত্ব পালনকালে সর্বোচ্চ আতœত্যাগ করেছেন কিংবা পঙ্গুত্ব বরণ করেছেন তাদের সকলের প্রতি সম্মান প্রদর্শন,পায়রা অবমুক্ত করণ, নিরাবতা পালন করা হয়।