আজ ৩০ মে রোজ বৃহস্পতিবার বাংলাদশে ফটো র্জানালস্টি অ্যাসোসিয়েশন রংপুরের ইফতার ও দোয়া অনুষ্ঠিত হবে। রংপুর পুলশি কমিউনিটি হলে (ভ্যানটজে) এর আয়োজন করা হয়েছে। ইফতার মাহফিলে সকল ইলকেট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়া, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনরে নেতৃবৃন্দসহ শুভাকাক্সক্ষীকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো যাচ্ছে। আহবানে সভাপতি কাজী জাহিদ হোসেন লুসিড, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রিপন।