মুলাদীতে ব্যবসায়ী জামাল হোসেন খানের হত্যার এক বছরের বেশি সময় অতিবাহিত হলেও কোনো আসামীকে সনাক্তকরণ কিংবা গ্রেফতার করতে পারেনি পুলিশ। তদন্তের নামে দীর্ঘ সময় ক্ষেপন করে চাঞ্চল্যকর মামলাটি ধীরে ধীরে ফ্রিজিং করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরে পুলিশের ধীর গতির তদন্তের জন্য নিহতের পরিবারের মধ্যে ন্যায় বিচার নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ২০১৮ সালের ৯ মে দুপুরে মুলাদী পৌরসভার পশ্চিম চরপত্তনীভাঙ্গা এলাকায় করিম দর্জির বাড়িতে জুয়ার আসরে অভিযান চালানোর সময় কে বা কাহারা মুলাদী বন্দরের ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেন খানের ছেলে কাঠ ব্যবসায়ী জামাল খানকে হত্যা করে নদীতে ফেলে দেয়। ঘটনার পর থেকে নিহতের স্বজনরা পুলিশের বিরুদ্ধে হত্যার অভিযোগ করে আসলেও মুলাদী থানা পুলিশ মামলা গ্রহণ না করে প্রথমে অপমৃত্যু মামলা দায়ের করে এবং পরবর্তীতে নিহতের পরিবারকে ভুল বুঝিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায়। কিন্তু ময়নাতদন্ত রির্পোটে হত্যার বিষয়টি সামনে চলে আসলে পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে না পারায় তাদের ভুমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। জানাগেছে ২০১৮ সালের ৯ মে সকাল সাড়ে ৯টার দিকে ব্যবসায়ী জামাল হোসেন খান কয়েক লক্ষ টাকা নিয়ে বাসা থেকে বের হয়ে চরপত্তনীভাঙ্গা এলাকায় যায়। বেলা ১টার দিকে কয়েকজন জুয়া খেলোয়ার ব্যবসায়ী জামাল খানকে ডেকে করিম দর্জির বাড়িতে ডেকে নেয় এবং তার কাছে টাকা ধার চায়। জামাল খান টাকা দিতে অস্বীকার করলে কয়েকজন জুয়ারু তার ওপর হামলা চালায় ওই সময় জামাল খান অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। বেলা দেরটার দিকে জুয়া খেলোয়াররা পুলিশের কাছে সংবাদ দেয় যে, পশ্চিম চরপত্তনীভাঙ্গা গ্রামের মৃত মহসিন দর্জির পুত্র করিম দর্জির বাড়িতে জুয়া খেলা চলছে। সংবাদ পেয়ে মুলাদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইদ আহমেদ তালুকদার, এসআই মনিরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ জুয়ার আসর ঘিরে ফেলে এবং লাঠিচার্জ শুরু করলে জুয়ারুরা নদীতে লাফিয়ে পড়ে। ধারণা করা হয় ওই সময় হামলাকারীরা পুলিশের অলক্ষে ব্যবসায়ী জামাল খানকে নদীতে ফেলে দেয়। ঘটনার পর দিন ১০ মে নয়াভাঙ্গনী নদীতে জামাল খানের লাশ ভেসে উঠলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তে প্রেরণ করে এবং একটি অপমৃত্যু মামলা দায়ের করে। ২০১৮ সালের ২৫ মে ময়নাতদন্তের রিপোর্টে জামাল খানকে হত্যার বিষয়টি সামনে চলে আসলে মুলাদী থানার এসআই ইদ্রিস আলী হাওলাদার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার ১ বছর অতিবাহিত হলেও পুলিশ হত্যার সাথে জড়িত কোনো আসামীকে গ্রেফতার করতে পারেনি। এ ছাড়া এক বছরে মামলার কোনো অগ্রগতি না হওয়ায় মামলাটি ফ্রিজিং হচ্ছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা মুলাদী থানার পুলিশ পরির্দশক (তদন্ত) সাইদ আহমেদ তালুকদার জানান যথা নিয়মে জামাল খান হত্যা মামলার তদন্ত চলছে। মুলাদী থানা কর্মকর্তা ইনচার্জ জিয়াউল আহসান জানান নিহতের পরিবারের মামলা করার আগ্রহ না থাকায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। যা বর্তমানে তদন্তাধীন রয়েছে, খুব শীঘ্রই আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।