জেলার মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের চরনাজিরপুর গ্রামে যৌতুকের দাবিতে পাষন্ড স্বামী ও তার পরিবারের সদস্যরা এক সন্তানের জননী গৃহবধূ পারভীন আক্তার স্বর্ণাকে রাতভর নির্মম নির্যাতন করেছে। মুমূর্ষ অবস্থায় স্থানীয়রা নির্যাতনের শিকার ওই গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। এ ঘটনায় মঙ্গলবার রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, ২০১৪ সালে উপজেলার চরনাজিরপুর গ্রামের আলাউদ্দিন আকনের কন্যা পারভীন আক্তার স্বর্ণার সাথে একই গ্রামের আজাহার সিকদারের পুত্র হেলাল সিকদারের বিয়ে হয়। বিয়ের সময় কনে পক্ষ বর পক্ষের দাবি অনুযায়ী ব্যবসার জন্য নগদ তিন লাখ টাকা যৌতুক দেন। ওই টাকা দিয়ে হেলাল স্থানীয় নাতিরহাট বাজারে ফার্নিচারের ব্যবসা শুরু করে। সম্প্রতি সময়ে যৌতুকলোভী হেলাল ও তার পরিবারের সদস্যরা বাবার বাড়ি থেকে আরও দুই লাখ টাকা যৌতুক আনার জন্য স্বর্ণার ওপর চাঁপ প্রয়োগ করে। এতে অপারগতা প্রকাশ করায় পাষন্ড হেলাল বিভিন্ন সময় স্বর্ণাকে হাতুড়ি পেটাসহ বিভিন্ন নির্যাতন শুরু করে। উপায়অন্তুর না পেয়ে গৃহবধূ স্বর্ণা বাবার বাড়িতে আশ্রয় নিয়ে স্বামীর বিরুদ্ধে যৌতুক মামলা দায়ের করেন। মামলার পর হেলালের পরিবার নমনীয় হয়ে স্বর্ণাকে তাদের বাড়িতে ফিরিয়ে নেয়। পরবর্তীতে
আহত পারভীন আক্তার স্বর্ণা জানান, তার স্বামী ও তার পরিবারের চাঁপের মুখে মামলা তুলে নেয়ার পর পূর্ণরায় তারা এক টাকা যৌতুক দাবি করে তার (স্বর্ণা) ওপর নির্যাতন শুরু করে। যৌতুকের টাকা দিতে না পারায় তাকে হত্যার পর লাশ গুম করার হুমকি দেয়। তারই ধারাবাহিকতায় সোমবার গভীর রাতে তার স্বামী হেলাল সিকদার, তার মা মেরুনা বেগম, ভাই মিঠু সিকদার তাকে অমানুষিক নির্যাতন করে হত্যার চেষ্টা চালায়। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন। মুলাদী থানার ওসি জিয়াউল আহসান জানান, আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।