পরিবর্তিত জলাবায়ুর প্রভাব মোকাবেলার উপযোগী করে উপকূল রক্ষা বাঁধ সংস্কারসহ নদী ভাঙন এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে উপকূলীয় অঞ্চলের জনপ্রতিনিধিরা।
সাতক্ষীরার উপকূলবর্তী শ্যামনগর উপজেলার বারটি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা বুধবার বেলা এগারটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুজন সরকারের হাতে ঐ স্মারকলিপি উঠিয়ে দেন।
নুতন ডিজাইনে উপকূল রক্ষা বাঁধ ও পর্যাপ্ত সাইক্লোন শেল্টার নির্মানসহ সুপেয় পানি সংকট নিরসন, লবন পানির চিংড়ী চাষের এলাকা নির্দিষ্ট করাসহ মোট বারটি দাবি উল্লেখ করা হয় স্মারকলিপিতে।
স্মারকলিপি প্রদানের পুর্বে উপকূলীয় অঞ্চলের জনপ্রতিনিধিরা উপজেলা জলবায়ু পরিষদের সভাপতি সাবেক উপাধ্যক্ষ নাজিম উদ্দীনের সভাপতিত্বে সিএসআরএল কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলন করেন। সাবেক অধ্যক্ষ আশেক-ই এলাহীর সঞ্চাচলনায় জনপ্রতিনিধিরা জলবায়ু পরিবর্তনের ফলে প্রতিনিয়ত মোকাবেলা করতে থাকা নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন্।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম, এ্যাড. শোকর আলী, আবদুর রহিম, শেখ আল মামুন, ভবতোষ মন্ডল, আলহাজ¦ আবুল কাশেম, আবদুর রউফ, আবু সালেহ, বেবী নাজনীন প্রমুখ।
সংবাদ সম্মেলনে জনপ্রতিনিধিদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাসেসিয়েশনের সাধারন সম্পাদক এ্যাড. আতউর রহমান বলেন। লিখিত বক্তব্যে উল্লেখ করা হয় দক্ষিন-পশ্চিম উপকূলীয় অঞ্চলে বাঁধ ও নদী ভাঙন, লবনাক্ততা এবং জলাবদ্ধতা বৃদ্ধিসহ কর্মসংস্থান সংকট প্রবল। জলবায়ু পরিবর্তনের ফলে দিনকে দিন এসকল সংকট আরও ঘনীভূত হচ্ছে। লক্ষ লক্ষ মানুষের বসতি এ উপকূলীয় জনপদকে রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন তারা।
মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রেরিত স্মারকলিপিতে দুর্যোগকালীন সময়ে সাইক্লোন শেল্টারে নারী, বৃদ্ধ ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতসহ আশ্রিতদের নির্দিষ্ট সময়ের জন্য খাবার উপযোগী পানির সরবরাহের দাবি জানানো হয়। এ ছাড়া কর্মসংস্থান ও সেফটি নেট প্রকল্পের আওতা বৃদ্ধি, বাঁধ মেরামত কাজে স্থানীয় সরকার বিভাগকে সম্পৃক্ত করা, পর্যটন এলাকা ঘোষনা ও কমিউনিটি বেজড ইকোট্যুরিজম গড়ে তোলার দাবি জানানো হয় স্মারকলিপিতে।