নেত্রকোণার কলমাকান্দা উপজেলা খাদ্য গুদামে গত বুধবার সরকারী ভাবে ধান ক্রয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন শেষে বর্ষীয়ান রাজনীতিক মানু মজুমদার এম.পি বলেন উপজেলার ্প্রান্তিক চাষীদের সুনির্দিষ্ট তালিকার মাধ্যমে সরকারী ভাবে ধান ক্রয় শুরু করা হলো। সরকারী নির্ধারিত মুল্যে প্রান্তিক চাষীরা সরাসরি খাদ্য গুদামে ধান বিক্রি করতে পারবেন। এতে কোন দুর্ভোগ পোহাতে হবে না। তিনি উপজেলা প্রশাসনের উদ্দেশ্যে বলেন আপনারা স্বচ্ছ মনিটরিং করুন। ধান বেচা কেনার সময় যাতে কোন ধরনের সিন্ডিকেট সৃষ্টি না হয়, অনিয়ম না হয় এবং চাষীদের কোন ধরনের ভোগান্তি না হয়। এ ধরনের কিছু হলে আমি জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। কারণ কৃষকরা হচ্ছে আমাদের দেশের প্রাণ। এই কৃষকদের কঠোর পরিশ্রমের ফলে দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পুর্ন। মাথাপিছু আয় বাড়ছে। দারিদ্রের হাড় কমছে, প্রবৃদ্ধি বাড়ছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্ব নন্দিত উন্নয়নের রোল মডেল। তিনি আরও বলেন কৃষকদের স্বার্থে চাল আমদানীর উপর শুল্ক বাড়ানো হয়েছে। প্রান্তিক চাষীদের মাঝে কৃষি প্রনোদনা ভর্তুকী দেওয়া হচ্ছে। কৃষি উপকরণের দাম কমানো,দেশীয় প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করা এবং উৎপাদন খরচ কমিয়ে আনার বিষয়ে এখন সরকারী উচ্চ পর্যায়ে কর্মপরিকল্পনা নেওয়ার চিন্তা ভাবনা হচ্ছে। কারণ কৃষি ও কৃষকের উন্নয়ন আমাদের জাতীয় অগ্রগতির পূর্ব শর্ত। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্মচারী আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং হাওড় পারের প্রায় তিন শতাধিক প্রান্তিক চাষী উপস্থিত ছিলেন।