শহর সমাজসেবা কার্যালয়, রংপুর-এর আয়োজনে রংপুর সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ডের বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা এবং শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। রবিবার রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা প্রধান অতিথি থেকে ওই উপকার ভোগীদের মাঝে ভাতা ও বই বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর রংপুরের উপ-পরিচালক মোশারফ হোসেন, রংপুর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন, শহর সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবদুল গফ্ফার, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মোছাঃ জাহেদা আনোয়ারী ও মেয়র মহোদয়ের একান্ত সচিব মোঃ জাহিদ হোসেন লুসিড প্রমূখ।