রংপুরে ৫ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। রোববার রাতে ওই দুইজনকে তাজহাট থানার দোলাপাড়ার চাঁন মিয়ার বসতবাড়ির সামনে কাঁচা রাস্তার উপর হতে ৫ পিস ইয়াবাসহ আটক করে। আটককৃতরা আশরতপুর চকবাজার এলাকার পিতা বছির খাঁ ছেলে আজিজার খাঁ ৩৫ ও পিতা আজাহার আলীর ছেলে মোক্তারুল আলম বকুল ৪৩ কে হাতেনাতে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।
এবিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ, সহকারী পুলিশ কমিশনার মোঃ আলতাফ হোসেন জানান, তাজহাট থানায় মাদকদ্রব্য আইনে-২০১৮ এর ৩৬(১) সারনি ১০ (ক)/৪১ ধারায় মামলা করহয়েছে। আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।