রংপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রংপুর পুলিশ হলে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইফতারের আগে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজুর পরিচালনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা টিপু মুন্সি এমপি।
সংক্ষিপ্ত বক্তব্যে তিনি ইফতারে অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, দেশের উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। পরে দেশের শান্তি, সমৃদ্ধি ও সরকারের সফলতা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করেন মাওলানা মহসীন আলী রেজা।
ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- রংপুর ২ আসনের এমপি (বদরগঞ্জ-তারাগঞ্জ) আহসানুল হক চৌধুরি ডিউক, সাবেক এমপি হোসনে আরা লুৎফা ডালিয়া, রংপুর জিলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ছাফিয়া খানম, রংপুরের পুলিশ সুপার মিজানুর রহমান, রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিয়ার রহমান সফি, সাধারণ সম্পাদক বাবু তুষার কান্তি মন্ডল, রংপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা জামান ববি, রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব টিটু, মেট্রোপলিটন চেম্বারের সভাপতি রেজাউল ইসলাম মিলন, জেলা আওয়মী লীগের সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলা, দপ্তর সম্পাদক তৌহিদুর টুটুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম প্রামানিক, জেলা মহিলা লীগের সভাপতি রোজী রহমান, সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা চৈতি, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম কাকন, মহানগরের সভাপতি সাফিউর রহমান স্বাধীন, সাধারণ সম্পাদক শেখ আসিফ প্রমুখ।
অনুষ্ঠানে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী থেকে শুরু করে অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, আইনজীবী, সাংবাদিক ও ব্যবসায়ী সংগঠনের নেতারা এবং জেলার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।