জেলার গৌরনদী উপজেলার ডিজিটাল মাহিলাড়া ইউনিয়নের আয়-ব্যয়ের স্বচ্ছতা জনসাধারনের মাঝে তুলে ধরার লক্ষে পৌনে তিন কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষনা করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে ইউনিয়ন পরিষদ কার্যালয় মাঠে চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সভাপতিত্বে বাজেট ঘোষনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিন, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, নারী ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কালিয়া দমন গুহ, কারিতাসের আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস বেপারী।
উন্মুক্ত জনসভায় বাজেট উত্থাপন করেন ইউপি সচিব মাহতাব হোসেন। বাজেটে ২ কোটি ৭৩ লক্ষ ৫৯ হাজার ৯৭৭ টাকা আয় এবং ২ কোটি ৬৬ লাখ ৬৩ হাজার ৪১৫ টাকা ব্যয় দেখিয়ে ৬ লাখ ৯৬ হাজার ৫৬২ টাকা উদৃত্ত্ব দেখানো হয়। শেষে একজন অসচ্ছল প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও সফল কৃষক ও শ্রেষ্ঠ করদাতাদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।