বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের রাধা মাধব মন্দির ও ডালপট্রি পারিবারিক নারায়ন মন্দির থেকে সম্প্রতি চুরি হওয়া গোপাল,কৃষ্ণ্, শিব, লক্ষি, নারায়ন মূর্তি সহ বিভিন্ন দেব দেবীর মূর্তি চুরি হয়। সান্তাহার টাউন ফাঁড়ির কর্মকর্তা ইনর্চাজ আনিছুর রহমানের দক্ষ নেতৃত্বে চুরি হওয়া মূর্তি গুলো উদ্ধার ও চোরদের সনাক্ত করে গ্রেফতার করায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে স্বস্তি ফিরে পাওয়ায় গত সোমবার রাতে আদমদীঘি উপজেলা পূজা উদযাপন পরিষদ ও স্থানীয় হিন্দু সম্প্রদায় লোকজন সান্তাহার টাউন ফাঁড়ির কর্মকর্তা ইনর্চাজ সহ ফাঁড়ির পুলিশ প্রশাসন কে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক অসিত কুমার দেবনাথ বাপ্পা, পূজা উদযাপন পরিষদের নেতা কানাই দেবনাথ, অনিল কুমার গুপ্ত, মিহির কুমার সরকার, সপ্তম ভৌমিক, অনুপ আগরয়ালা, সোহান লাল, উত্তম কুমারসহ হিন্দু সম্প্রদায়ের নের্তৃবৃন্দ।