অদম্য ইচ্ছাশক্তি যেন তাদের কাউকে দমাতে পারেনি। জীবন সংগ্রামে দীর্ঘ লড়াই সংগ্রাম করে সমাজে টিকে রয়েছে। নিজেরা সবাই আজ সমাজে প্রতিষ্ঠিত। বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষে বগুড়ার আদমদীঘি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে জয়িতা অন্বেষনে বাংলাদেশ কর্মসূচীর আওতায় পাঁচ ক্যাটা গড়িতে পাঁচ জন নারী নির্বাচিত হয়েছে। এরা হলেন, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন নারী জয়নব নেছা, শিক্ষা চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী দৌলতন নেছা, নির্যাতনের বিভিষীকা মুছে ফেলে উদ্যেমে জীবন শুরু করা নারী নাছিমা আক্তার, সফল জননী নারী রুবিয়া বেগম, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী শাহিনা জোয়ারদার।
সমাজ সেবা অফিস সুত্রে জানা যায়, বগুড়ার আদমদীঘির সাগরপুর গ্রামের মৃত আবদুল ওহাবের স্ত্রী জয়নব নেছা সংসারে অভাব অনটনের মধ্যে মানব কল্যাণেকাজ করে নিরাপদ মাতৃত্ব ও যক্ষ্মা রোগীদের চিকিৎসার জন্য অক্লান্ত পরিশ্রম করে এলাকায় সুখ্যাতি রয়েছে। পাইকপাড়া গ্রামের মৃত এস এম শামছুলের মেয়ে দৌলতন নেছা স্বামীর সংসারে সুখী হতে না পেরে স্বামী পরিত্যাক্ত এই নারী বাবার বাড়ী থেকে অনেক কষ্ঠ করে আইন বিষয়ে লেখা পড়া শেষ করে বর্তমান আইন পেশায় কর্মরত আছেন। তালশন গ্রামের মৃত ইলিম উদ্দীনের মেয়ে নাছিমা আক্তার ৯ম শ্রেণীতে অধ্যয়নরত থাকা অবস্থা বাবা মা বিয়ে দেয়। নেশা খোর স্বামী প্রায় শারিরিক নির্যাতন করত। একপর্যায়ে স্বামী তাড়িয়ে দেন। বাবার বাড়ী চলে আসতে হয়। এক স্কুল শিক্ষকের সহযোগীতায় দর্জির প্রশিক্ষন গ্রহন করে এখন একজন প্রতিষ্ঠিত দর্জির কাজ করছে। সেই আয় থেকে সংসারের সকল খরচ শেষে ৩ কাঠা জমি ক্রয় করতে সক্ষম হয়েছে। সান্তাহার চা-বাগান এলাকার ইউনুছ আলীর স্ত্রী রুবিয়া আক্তারের স্বামী একজন সল্প বেতনে সরকারী কর্মচারী। রুবিয়া ৭ সন্তানের জননী, অভাব আর অনটনের মধ্যে সংসার চালে। সংসারে সচ্চলতা ফিরে আনার জন্য দর্জির প্রশিক্ষন গ্রহন করে এবং সংসারের কাজের ফাঁকে দর্জির কাজ করে সন্তানদের উচ্চ শিক্ষিত করেন। সন্তানেরা স্ব স্ব প্রতিষ্ঠিত অভাব নামক অভিশাপ দূর হয়েছে। সান্দিড়া গ্রামের আকরাম হোসেনের স্ত্রী শাহিনা জোয়ারদার একজন দরিদ্র কৃষকের সন্তান। কষ্ট করে লেখা পড়ার পাশাপাশি হস্ত শিল্পের কাজে প্রশিক্ষন গ্রহন করে অর্থ উপার্জন করেন এবং উচ্চমাধ্যমিকপাশ করে। সান্তাহারে হস্ত শিল্পের বিক্রয় কেন্দ্রে রয়েছে। তিনি অর্থিক ভাবে সচ্ছল। এ ব্যাপারে আদমদীঘি উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ফারুক আহম্মেদ বলেন, অতি কষ্ঠের মাঝে নিজেদের চেষ্ঠায় আজ উপজেলার ৫ নারী সফল জয়িতা নির্বাচিত হয়েছেন।