আশাশুনিতে গ্রাম আদালতে ব্যবহৃত মালামাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্থানীয় সরকার বিভাগের বাংলাদেশে গ্রাম আদালত সক্রীয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় উপজেলার সকল ইউনিয়ন পরিষদে বাস্তবায়িত গ্রাম আদালত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ওয়েভ ফাউন্ডেশন এর বাস্তবায়নে উপজেলার ১১ ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে ব্যবহারের জন্য ফরম ও রেজিস্ট্রার এবং গ্রাম আদালত অপারেশন ম্যানুয়াল বহি প্রদান করা হয়। প্রত্যেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের হাতে এসব তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা। এ সময় গ্রাম আদালত উপজেলা সমন্বয়কারী গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন।