কালীগঞ্জে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে জমে উঠছে ঈদের বাজার। নিজের ও প্রিয় জনদের জন্য পছন্দের পোশাক কিনতে শহরের মার্কেট এবং শপিংমল গুলোতে বেড়েছে ক্রেতার ভিড়। বিক্রেতারা আশা করছেন রমজানের বাকি দিন গুলোতে তাদের বিক্রি ভালো হবে। কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে প্রতিটি মার্কেটের দোকানে ভীড়। এ ভিড়ের ঝাপটা এসে লেগেছিল সড়ক গুলোতে। কালীগঞ্জ শহরের মধ্যে সব সময় রিকসা ও ইজিবাইকের জ্যাম লেগেই আছে। তরুণীদের জন্য এবার সারারা, গাউন, লম্বা স্কার্ট, লম্বা কামিজ সব মার্কেটেই ভালো চলছে। সারারার সঙ্গে চলছে পালাজ্জো। গাউনের মধ্যে ফ্লোর টাচ বা পায়ের পাতা ছোঁয়া গাউনের চাহিদা বেশি। কেউ কেউ লম্বা গাউনের সঙ্গে বাহারি ওড়নাও পছন্দ করছে।
বাবা-মায়ের সঙ্গে এসেছে অনেক মিশুরা জানায়, গাউন কিনতে এসেছে, ভালোভাবে উচ্চারণ করতে না পারলেও বোঝা গেল সে ফ্লোর টাচ গাউনই কিনবে। স্মারটেক্সে গাউন রয়েছে হরেক দামের। এ ছাড়া সিল্কের সঙ্গে নেটের গাউন চলছে ভালো।
জমে উঠেছে ঈদের পোশাকের কালীগঞ্জের প্রতিটি মার্কেট। দোকান গুলোতে ক্রেতার ভিড় ক্রমেই বাড়ছে। তবে এখনও পুরোদমে বিক্রি শুরু হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। এ ছাড়া ঈদ উপলক্ষে পোশাকের দাম অনেক বেড়েছে বলে ক্রেতারা দাবি করলেও বিক্রেতারা সেটি মানতে নারাজ। এ বছর ঈদে মেয়েদের জন্য এসেছে হিন্দি সিনেমা ও সিরিয়াল সংশ্লিষ্ট পোশাক ‘বাহুবলী’। এছাড়াও এসেছে ‘সারারা’, ‘ক্যাপ’সহ কয়েকটি নতুন ডিজাইনের পোশাক। সব ডিজাইনের মধ্যে সবচেয়ে বেশি ক্রেতা আকর্ষণ করছে ‘বাহুবলী’।
গার্মেন্টের কর্মী আবদুস সামাদ বলেন, ভারতীয় পোশাকের কারণে দেশি পোশাকের চাহিদা অনেক কম। তাছাড়া ভারতীয় পোশাকও এখন দেশে খুব বেশি বিক্রি হয় না। কারণ অনেকেই এখন ঈদ শপিংয়ে ভারত চলে যান। ঈদের পোশাকের দাম বেশি সম্পর্কে আবদুস সামাদ জানান, পোশাকের দাম এবার খুব বেশি বাড়েনি। তবে ভারতীয় পোশাক আমদানিতে ব্যয় কিছুটা বাড়ায় সামান্য দাম বেড়েছে। তিনি জানান, ‘বাহুবলী’ বিক্রি হচ্ছে সাড়ে ৩ হাজার থেকে ৭হাজার টাকায়।এবার শাড়ির বাজার এরইমধ্যে জমজমাট হয়ে উঠেছে। এ বছর শাড়ির ডিজাইনে কিছুটা নতুন স্টাইল ও বৈচিত্য আসাতে বছরের শুরু থেকেই শাড়ির বাজার ফ্যাশনেবলদের নজর কেড়েছে। তাই পহেলা বৈশাখ ও বসন্তের প্রথম দিনের জন্য শাড়ি বিক্রি হয় বেশি। এ ধারাবাহিকতায় এবার ঈদেও শাড়ির বাজার ভালো। বাজার ঘুরে দেখা গেছে দুই রঙের শাড়ির প্রচলন বেশি। যেমন লাল-সাদা, খয়েরি-সাদার মিশেলের শাড়ি গুলো চলছে ভালো। শাড়ি সম্পর্কে এনজিও কর্মকর্তা শিউলি বলেন, পাশের দেশ ভারতে ব্লাউজের ছাঁটে নতুনত্ব আনায় শাড়ির চাহিদাও এ দেশে বেড়ে গেছে। সুন্দর ব্লাউজের সঙ্গে নতুন ঢঙের শাড়ি, সালোয়ার-কামিজকে হটিয়ে দিচ্ছে। এসব শাড়িতে রয়েছে বিভিন্ন কবির প্রেমের কবিতা লেখা। দাম ৪ হাজার থেকে ১২ হাজার টাকা। এখানকার শাড়ি কথনে রয়েছে খাদি কাপড় ও গামছার মিশেলে একেবারে নতুন শৈলির শাড়ি। স্বত্বাধিকারী সাবিহা আক্তার বলেন, এ শাড়িটি ১৩ হাত লম্বা। তার দোকানে সুতি ও মসলিন শাড়ি বেশি বিক্রি হচ্ছে। রাপার নীল আঁচলে বরাবরই দামি শাড়ি বেশি বিক্রি হয়। স্কুল শিক্ষিকা শামিমা নাসরিন বলেন, চাকরি ও সংসার দুটো সামলিয়ে মার্কেটে যাওয়া খুবই কঠিন। তাছাড়া যে যানজট তাতে শপিংয়ের আনন্দই নষ্ট হয়ে যায়। এ ছাড়া টেইলার্স,গার্মেনস্, কসমেটিক,ছিটকাপড়রে দোকান, জুতার দোকান, স্বর্ন, ঘড়ি, টুপি,জায়নামাজ, আতর ও সুরমা, পানজাবি, হাড়ি পাতিলের দোকানসহ বিভিন্ন দোকারে রয়েছে উপচে পড়া ভিড়। যে পরিবারের যা প্রয়োজন সে তাই কিনে নিয়ে যাচ্ছে।
কালীগঞ্জের বিভিন্ন মার্কেটে কেনাকাটা চলছে পুরোদমে দোকান ব্যবসায়িদের একটু বিশ্রাম নেবার সুযোগ নেই। প্রতিদিন সকাল ৯ টার পর থেকে রাত ১ টা পর্যন্ত দেদারছে ঈদের কেনাবেচা চলছে। ক্রেতারা হাসি মুখে কিনছে তাদের পছন্দের জিনিস। শহরের মধ্যে জানজট ও বেড়েছে। আবার পুলিশের টহল ও বাড়ানো হয়েছে। ঈদুল ফিতর উপলক্ষে সর্ব প্রকার দোকানে ভীড় লেগেছে। দোকানে গেলে মনে হচ্ছে তাদের কথা বলার সময় নাই।