ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি ভাবে কৃষকের বাড়ি বাড়ি গিয়ে ধান ক্রয় করা হচ্ছে। মঙ্গলবার সারাদিন পৌরসভা এলাকার বিভিন্ন গ্রাম থেকে ন্যায্য মুল্যে ২৬ টাকা দরে ধান ক্রয় করা হয়। পৌরসভার বিভিন্ন গ্রামে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুর্বনা রানী সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম,উপজেলা খাদ্য কর্মকর্তা আসাদুল হকসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত থেকে কার্ডধারী কৃষকদের কাছ থেকে এই ধান ক্রয় করেন। এবার কালীগঞ্জ উপজেলা থেকে ৪১৮ মেট্রিকটন ধান ক্রয় করার লক্ষ্যমাত্রা রয়েছে। ইতোমধ্যে উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের চাষীদের কাছ থেকে ১২৭ মেট্রিকটন ধান ক্রয় করা হয়েছে। বাকি ধান আগামি কয়েক দিনেরমধ্যে ক্রয় করে উপজেলা খাদ্য গুদামে সংরক্ষণ করা হবে। একজন কৃষক সর্বচ্চো ২৫ মন বা ১ মেট্রিকটন ধান বিক্রয় করতে পারবেন বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম।