কৃষকদের ধানের নায্যমূল্য নিশ্চিত করতে সরকারি ভাবে ধান কেনা শুরু হলেও বগুড়ার নন্দীগ্রামে এখনো পুরোদমে শুরু হয়নি। কৃষকদের আনা ধানে ১৪ শতাংশ আর্দ্রতা না থাকার অজুহাতে হাত গুটিয়ে বসে আছে উপজেলা খাদ্য বিভাগ।
এই উপজেলা থেকে সরকারি ভাবে ধান কেনা হবে ৬০১ মেট্রিক টন। গত মঙ্গলবার পর্যন্ত উপজেলায় মাত্র ২০ মেট্রিক টন ধান কেনা হয়েছে। অভিযোগ উঠেছে সিন্ডিকেটের কাছ থেকে ধান কেনার জন্য খাদ্য বিভাগ এই কৌশল অবলম্বন করছে।
গত ২২ মে বগুড়া-৪ নন্দীগ্রাম-কাহালু আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোশারফ হোসেন ধান কেনা কার্যক্রমের উদ্বোধন করেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ দপ্তর থেকে জানা গেছে, এবার এ উপজেলায় মোট ৬০১ মেট্রিক টন ধান কেনা হবে। কৃষকদের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে এই ধান কেনা হবে। তবে সরকারি ভাবে ধান কেনা শুরু হলেও উপজেলার অনেক কৃষক জানেই না।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক কৃষক জানান, ১৪ শতাংশ আর্দ্রতা না থাকার বিষয়টি খাদ্র বিভাগের অজুহাত মাত্র। একটি চক্রের কাছ থেকে সুবিধা নিয়ে ধান বিক্রির জন্যই নীরবতা। চক্রটি বিভিন্ন এলাকার কৃষকদের কাছ থেকে কৃষি কার্ড সংগ্রহ করে ওই কৃষকদের নামে ধান বিক্রি করবে গুদামে। পরে টাকা উত্তেলনের দিনে ওই কৃষকদের ব্যাংকে নিয়ে তাঁদের হাতে এক হাজার টাকা হতে দেড় হাজার টাকা পর্যন্ত হাতে ধরিয়ে দিবে।
উপজেলা খাদ্য পরিদর্শক মমতাজ বেগম বলেন, এই উপজেলায় ২২ মে থেকে ধান কেনা শুরু হয়েছে। সরকারি ভাবে ৬০১ মেট্রিক টন ধান কেনা হবে। এ পর্যন্ত ২০ মেট্রিক টন ধান কেনা হয়েছে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মুশফিকুর রহমান বলেন, কৃষি অফিসের তালিকা অনুযায়ী কৃষকদের কাছ থেকে ধান নেওয়া হচ্ছে। সরকারি নিয়ম মতে ধানে ১৪ শতাংশ আর্দ্রতা থাকতে হবে। সেখানে কৃষকরা গুদামে আনসে সাড়ে ১৪ থেকে ১৫ শতাংশ আর্দ্রতার ধান। এজন্য কৃষকদের আরো ভাল ভাবে শুকিয়ে আনতে বলা হচ্ছে। এখানে কোনো ধরনের অনিয়মের আশ্রয় নেওয়া হবে না।