মুলাদীতে বাস খাদে পড়ে কমপক্ষে ৫জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ২টার দিকে উপজেলার কাজিরচর ইউনিয়নের বাদামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় মুলাদী থেকে মীরগঞ্জগামী মা-বাবার দোয়া নামের বাসটি বাদামতলা এলাকা অতিক্রম করার সময় একটি মোটরসাইকেলকে জায়গা দিতে গিয়ে রাস্তার পার্শ্বের খাদে পড়ে। এ সময় বাসের ৫ যাত্রী আহত হয়।