লক্ষ্মীপুরে ভুল চিকিৎসায় রুবি আক্তার নামে এক প্রসূতি নারীর মারা গেছেন। অভিযোগে বিচারের দাবীতে মঙ্গলবার দুপুরে চন্দ্রগঞ্জে রয়েল হাসপাতালের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ করে স্বজনসহ এলাকাবাসী।
এ ঘটনায় মঙ্গলবার (২৮ মে) দুপুরে হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ করেছে রোগীর স্বজনরা। পরে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা আর ডাক্তারের ভুল অপারেশনের কারণে প্রসূতী রুবির মারা গেছেন এমন অভিযোগ করে তার স্বজনরা। রুবি আক্তার সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের পশ্চিম বটতলী গ্রামের নুরুল ইসলামের স্ত্রী ও চন্দ্রগঞ্জ এলাকার আবুল কালামের মেয়ে।
গত সোমবার (২৭ মে) চন্দ্রগঞ্জের রয়েল হসপিটালে সিজারের মাধ্যমে একটি পুত্র সন্তান প্রসব করেন তিনি।
রোগীর স্বজনরা জানান, সোমবার বিকালে রুবিকে রয়েল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সন্ধ্যা ৭টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ অনকলে চৌমুহনী থেকে ডাক্তার মঞ্জুরুল ইসলাম ও শাহীনকে ডেকে এনে তার অপারেশন করে। এ সময় রুবি একটি পুত্র সন্তান প্রসব করেন। পরে রক্তক্ষরণ জনিত কারণে রুবিকে কুমিল্লা টাওয়ার হসপিটালে পাঠানো হয়। সেখানে বাদ দিয়ে দিলে ঢাকা মেডিকেলে যাওয়ার পথে তার মারাযায় রুবি। তবে নবজাতক সুস্থ রয়েছে।
অপচিকিৎসার শিকার হয়ে যাওয়ার ঘটনায় প্রসূতী রুবি আক্তারের মারা যায় অভিযোগ করে স্বজনরা ওই হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ করেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
রোগীর স্বজনদের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা আর ডাক্তারের ভুল অপারেশনের কারণে প্রসূতী রুবি মারাযায়। এর আগেও ভূল চিকিৎসায় একাধিক রোগীর মৃত্যুর অভিযোগ রয়েছে এ হাসপাতালটির বিরুদ্ধে। দ্রুত এসব অপচিকিৎসা বন্ধের দাবী জানান স্থানীয় এলাবাসী।
চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মফিজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।