বরিশালের আগৈলঝাড়া উপজেলায় এক স্কুল ছাত্রীকে যৌননিপীড়ন করার অপরাধে বখাটে এক যুবকের ২৮ মে ভ্রাম্যমান আদালতের বিচারক এক মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেছে।
আদালত সূত্রে জানা গেছে, উপজেলার পয়সাহাট-আগৈলঝাড়া সড়কের খান সন্স গ্রুপের নির্মান কাজ করে নীলফামারী জেলার সৈদয়পুর উপজেলার উত্তর সোনাখুলি সমলাপাড়া গ্রামের এজাজুল ইসলাম ছেলে মো.রুবেল ইসলাম। ওই সড়কে কাজ করার সময় স্কুলে ছাত্রীরা আসা-যাওয়া পথে যৌননিপীড়ন করতো রুবেল ইসলাম।
এ ঘটনায় মঙ্গলবার স্থানীয় লোকজন থানা পুলিশকে সংবাদ দিলে আগৈলঝাড়া থানা কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. আফজাল হোসেন বখাটে রুবেলকে গ্রেফতার করে। মঙ্গলবার দুপুরে গ্রেফতাকৃত রুবেলকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক বিপুল চন্দ্র দাসের আদালতে হাজির করলে বিচারক তাকে এক মাসের বিনাশ্রম কারাদ- রায় প্রদান করেন। মঙ্গলবারই রুবেলকে বরিশাল জেল হাজতে প্রেরন করা হয়েছে।