বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার রতœপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের ২৭ মে রাতে এক কিশুরিকে ধর্ষণ করেছে। আগৈলঝাড়া থানায় কিশুরি বাদী হয়ে ধর্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। পুলিশ ২৮ মে ধর্ষককে গ্রেফতার করে বরিশাল আদালতে প্রেরন করা হলে আদালতের নির্দেশে ধর্ষকে জেল হাজতে পাঠানো হয়েছে।
স্থানীয় ও মামলা তদন্ত কারি কর্মকর্তা আগৈলঝাড়া থানার এসআই সুজন হালদার জানান, আগৈলঝাড়া উপজেলার মাল্লাপাড়া গ্রামের এক কিশুরি (১৭)কে বাড়ির পার্সে পল্লীবিদ্যুৎ এর টাওয়ারে ২৭ মে রাতে ধর্ষণ করেছে টাওয়ারে কায়ে আসা সোহাগ মন্ডল (২৭) নামে এক শ্রমীক। ধর্ষক সোহাগ মন্ডলের বাড়ি নওগাঁ জেলা সদরের কাদিনপুর গ্রামের আবদুল গপুর মন্ডলের ছেলে।
ধর্ষিতা বাদী হয়ে ২৮মে আগৈলঝাড়া থানায় ধর্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মামলা নং ১৫ (২৮.৫.২০১৯)।
এব্যাপারে আগৈলঝাড়া থানা কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. আফজাল হোসেন জানান, মামলার তদন্ত কারি কর্মকর্তা এসআই সুজন হালদার ২৮ মে ধর্ষককে গ্রেফতার করে বরিশাল আদালতে হাজির করলে আদালতের নির্দেশে ধর্ষকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। ধর্ষিতাকে ডাক্তারি পরিক্ষার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠা নো হয়েছে।