ফেনীর সোনাগাজিতে মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলার অন্যতম আসামি সোনাগাজি থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে সাইক্রাম ক্রাইম আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ারা জারির আদেশ হবার পর পরেই গ্রেফতার এড়াতে গা ঢাকা দিয়েছে বলে পুলিশের একটি দায়িত্বশীল সুত্রে জানা গেছে।
রংপুর রেজ্ঞের ডিআইজি অফিসের ষ্টাফ কর্মকর্তা সহকারী পুলিশ সুপার জানান, তাকে রংপুরে রেঞ্জে সংযুক্তির আদেশ দেবার পর কয়েকদিন আগে মোয়াজ্জেম হোসেন এখানে যোগদান করেছেন। এরপর তাকে ঢাকায় পুলিশ সদর দপ্তরে তলব করায় তিনি ঢাকায় গেছেন বলে শুনেছি। তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির আদেশ হবার বিষয়টি শুনেছেন বলে জানিয়ে বলেন এ ব্যাপারে তাকে গ্রেফতার করার কাগজ তাদের কাছে আদালত থেকে আসেনি। তবে রংপুর ডিআইজি অফিসের নাম প্রকাশে অনিশ্চুক একজন পুলিশ কর্মকর্তা জানান দুদিন আগেও সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে রংপুরে দেখা গেছে তবে গ্রেফতারী পরোয়ানা জারির পর সম্ভবত গা ঢাকা দিয়েছেন তিনি।
তবে ডিআইজি অফিসের একজন কর্মকর্তা জানান গ্রেফতারী পরোয়ানার কাগজ আসলে অবশ্যই তাকে গ্রেফতার করা হবে।
অন্যদিকে রংপুর মেট্রোপলিটান পাুলিশের মিডিয়া শাখার মুখপাত্র সহকারী পুলিশ সুপার আলতাফ হোসেন জানান সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে গ্রেফতার করা সংক্রান্ত কোন কাগজপত্র এখনও এসে পৌছেনি ফলে এ ব্যাপারে এই মহুর্তে তাদের কিছুই করার নেই।