নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুুুুুুুুুুুুটিমারী ইউনিয়ন পরিষদ সংলগ্ন কালিকাপুর স্কুল এ- কলেজের জমি ব্যক্তি বিশেষের যাতায়াতের রাস্তা হিসেবে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে। ব্যক্তি বিশেষকে সুবিধা দিয়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও ম্যানেজিং কমিটি কলেজের অ্যাকাডেমিক ভবন নির্মাণের কাজ শুরু করায় ওই প্রতিষ্ঠানে জমি দাতার পরিবারের পক্ষ থেকে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূএে জানা যায়, কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কালিকাপুর স্কুল এ- কলেজ মাঠের সীমানার দক্ষিণ প্রান্তে ১০/১৫ ফুট প্রতিষ্ঠানের জমি স্থানীয় তথাকথিত প্রভাবশালী ব্যক্তির বাড়ি যাতায়াতের জন্য রাস্তার জায়গা রেখে ভবনের লে-আউট প্রদান করে ভবন নির্মানের ভিত্তি প্রস্থর স্থাপন করেন প্রতিষ্ঠান প্ররিচালনা কমিটি যাহা মেনে নেয়া যায় না। এছাড়াও ভবনের দক্ষিণ পার্শ্বে ফাকা জায়গার সীমানা বরাবর প্রাচীর নির্মান না করে শিক্ষার্থীদের খেলার মাঠের সম্মূখ ভাগ পূর্ব পার্শ্বে সীমানা প্রাচীর নির্মান করা হয়েছে।
কমিটির এই সিদ্ধান্তের বিরোধীতা করে অত্র প্রতিষ্ঠানে জমি দাতার পরিবারের একজন সদস্য হিসেবে প্রতিষ্ঠানের জায়গা ব্যক্তিগত কাজে যেন ব্যবহার না হতে পারে এর প্রতিবাদ ও প্রতিকার চেয়ে, গত ২মে তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোরগঞ্জ, বিভাগীয় কমিশনার-রংপুর, জেলা প্রশাসক নীলফামারী ও উপ-পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, শিক্ষা অঞ্চল রংপুর বরাবর লিখিত অভিযোগ করেন-পুটিমারী ইউনিয়ন আ.লীগ এর সাবেক সভাপতি ও অত্র প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সাবেক সভাপতি তোরাব আলী সরকারের সহধর্মীনি জাহানার বেগম।
সরেজমিনে, কালিকাপুর স্কুল এ- করেজে গিয়ে দেখা যায়, কলেজ মাঠের দক্ষিণ প্রান্তে অনেকটা জায়গা বাদ রেখে অ্যাকাডেমিক ভবনের নির্মান কাজ চলছে এবং মাঠের দক্ষিন পূর্ব পার্শ্বে সীমানা প্রাচীর নির্মান করা হয়েছে।
একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপনের সময় কলেজের কিছু জমি বাইরে রেখে ভবন নির্মানের বিষয়টি স্বীকার করে ম্যানেজিং কমিটির সভাপতি মতলুবর রহমান চৌধুরী জানান, নির্মান কাজ শেষ হলে কলেজের জমির সীমানা বরাবর প্রচীর নির্মান করা হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, সরেজমিনে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।