ঈদের আনান্দ ভাগাভাগী করা জন্য অসহায় এক’শ টি পরিবারকে ঈদ উপহার তুলে দিলেন রংপুরের কয়েক জন শিক্ষার্থী। তারা তাদের হাত খরচ থেকে টাকা জমিয়ে এই খাবার সাম্যগ্রী কেনেন। রংপুর ইঞ্জিনিয়ারিং কলেজের কয়েক জন শিক্ষার্থীর জমানো টাকা দিয়ে চাল, চিনি, সেমাই ও তেল কিনে সোমবার সকালে রংপুর মহানগরীর দখিগঞ্জ এলাকায় এক’শ দরিদ্র পরিবারের মাঝে বিতরণ করেন। ছাত্র-ছাত্রীদের এই কর্মসুচিতে শিক্ষকরাও যোগ দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর ইঞ্জিনিয়ারিং কলেজের চেয়ারম্যান আশরাফুল আলম আল-আমিন। এ সময় আরো উপস্থিত ছিলেন রংপুর ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক নিরোদ বরন নাথ, কলেজের রেজিস্টার সোলেমান আলী প্রমুখ। এ সময় ছাত্র-ছাত্রীদের মধ্যে তাবাছুম হক তিথি, সুমাইয়া কবির তন্দ্রা, তালহা তারেক, আরিফ ইশতিয়াক, নিসরাত ইসলাম, মিম, মনোয়ার হোসেন, শাহানা খাতুন সাব্বির আহমেদ ও মহানুর হোসেন উপস্থিত ছিলেন।