রংপুরে জেলা পুলিশের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার পুলিশ হলে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি এমপি। এ সময় উপস্থিত ছিলেন, রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী ডিউক, বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, জেলা প্রশাসক এনামুল হাবীব, জেলা পরিষদের চেয়ারম্যান ছাফিয়া খানম, মহানগর পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগে সভাপতি সাফিউর রহমান সাফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী আবদুর রাজ্জাক, যুব সংহতির সাধারণ সম্পাদক হাসানুজ্জামান নাজিম, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।