রংপুরে প্রজন্ম সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রংপুর সিটি করপোরেশন মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ২০নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম। সংগঠনের সভাপতি খোরশেদ আলম মিঠুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সিটি মেয়রের সহকারী একান্ত সচিব কাজী জাহিদ হোসেন লুসিড। এ সময় উপস্থিত ছিলেন, সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবদুল মান্নান, প্রজন্ম সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রিংকু, সাংগঠনিক সম্পাদক হানিফুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, কোষাধ্যক্ষ মাসুদ রানা, ধর্ম বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, সদস্য শাহীন মিয়া, কামরুজ্জামান, ভিডিও জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহসানুল হক সুমন, যুগ্ন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুকুলসহ অন্যরা। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।