বগুড়ায় প্রায় ৯লাখ টাকা মূল্যর এক ট্রাক চাল লুট হয়েছে। রবিবার রাতে বগুড়ার কাহালু উপজেলায় তিনদীঘি এলাকার কাউরা বাজারে এ ঘটনা ঘটে। বগুড়া সদর থেকে একটি অটো রাইস মিল থেকে দুপচাঁচিয়ার সরকারি খাদ্য গুদামে চাল নেয়ার পথে ওই ট্রাকবোঝাই চাল ছিনতাই এর ঘটনা ঘটে।
জানা গেছে, গত রবিবার রাতে বগুড়া সদর এলাকার একটি অটো রাইস মিল থেকে দুপচাঁচিয়ার সরকারি খাদ্য গুদামে নেয়ার জন্য প্রায় ৯ লাখ টাকা মূল্যের ২৫ মেট্রিক টন চাল ট্রাকে লোড দেয়া হয়। রাতে চাল ভর্তি ট্রাকটি দুপচাচিয়া রওনা হয়। পথি মধ্য কাহালু উপজেলায় তিনদীঘি এলাকার কাউরা বাজার এলাকায় পৌছলে ট্রাকটি রহস্যজনক ভাবে ছিনতাই হয়ে যায়।
এদিকে সোমবার সকালে বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী দ্বিতীয় বাইপাস থেকে ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হলেও ছিনিয়ে নেওয়া চাল পাওয়া যায়নি। এ ঘটনায় ট্রাকের দুই চালক ও এক হেলপারকে গ্রেফতার করেছে পুলিশ। দুপচাঁচিয়ার চালকল মালিক শাহিনুর রহমান বাদী হয়ে কাহালু থানায় মামলা করেছেন।