বরিশাল বাবুগঞ্জে সপ্তাহ ব্যাপী তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। অফিস-আদালতেও স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। ভূক্তভোগীদের বক্তব্যে জানা গেছে, দেশ জুড়ে যখন চলছে তীব্র তাপদাহ, ঠিক সেই মূহুর্তে বাবুগঞ্জ উপজেলা সহ আশপাশের এলাকায় বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। তীব্র তাপদাহ শিশু কিশোর থেকে শুরু করে বৃদ্ধ মানুষ অসুস্থ হয়ে পড়ছে। অপরদিকে শিক্ষার্থীদের লেখাপাড়া করার ক্ষেত্রেও মারাত্বক ব্যাঘাত ঘটছে। এই রমজানের মাসে তীব্র তাপদাহে সরকারি ও বে-সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজের ক্ষেত্রে স্থবিরতা সৃষ্টি হয়েছে। এদিকে তীব্র তাপদাহে অসুস্থ হয়ে বেশ কয়েকজন বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এমন পরিস্থিতিতে গ্রামসহ মফস্বল এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। তীব্র তাপদাহের ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ রেজিনা আক্তার জানান, তীব্র তাপদাহে শিশু কিশোর থেকে শুরু করে বৃদ্ধ মানুষ অসুস্থ হয়ে পড়ছে। তিনি বলেন, ঘরের বাহিরে বের হওয়ার সময় অবশ্যই ছাতা ও পানি নিয়ে বের হতে হবে। তীব্র তাপদাহ থেকে বাঁচতে ইফতারিতে প্রচুর পানি পান করতে হবে। যাদের উচ্চ রক্তচাপ নাই তাদের স্যালাইন খাওয়ার পরামর্শ দেন তিনি। এ ছাড়া খোলা বাজারের আখের রস, শষা খাওয়া থেকে বিরত থাকতে বলেন তিনি। অবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে আরো কয়েকদিন এমন তাপদাহ থাকতে পারে।