জাপানের নতুন স¤্রাট নারুহিতোর সঙ্গে দেখা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। নারুহিতো সিংহাসনে বসার পর ট্রাম্পই প্রথম বিদেশি নেতা হিসেবে তার সঙ্গে দেখা করলেন।
জাপানে চার দিনের সফরে রয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার সঙ্গে সফর করছেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প।
টোকিওর রাজকীয় প্রাসাদে সোমবার তাদেরকে স্বাগত জানিয়েছেন স¤্রাট নারুহিতো এবং স¤্রাজ্ঞী মাসাকো।
বৈঠকের প্রাক্কালে ট্রাম্প বলেন, “এটি অত্যন্ত সম্মানজনক।”
চলতি বছর মে'র শুরুতে ক্ষমতা গ্রহণ করেন স¤্রাট নারুহিতো। তার বাবা স¤্রাট আকিহিতো ক্ষমতা ছেড়ে দেওয়ার পর তিনি জাপানের সিংহাসনে বসেন।
স¤্রাট আকিহিতো ২০১৬ সালে বয়সের কারণে সঠিকভাবে দায়িত্ব পালন করতে অপারগতা প্রকাশ করে সিংহাসন ছাড়ার আভাস দেন। দু'শো বছরের মধ্যে এটিই প্রথম জাপানের কোনো স¤্রাটের নিজে থেকে দায়িত্ব ছেড়ে দেয়ার ঘটনা।
ট্রাম্প বলেন, “প্রায় দুশো’ বছর আগে এমনি কিছু ঘটেছিল। সুতরাং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করা খুবই সম্মানজনক।”
সোমবার প্রেসিডেন্ট ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে জাপানের গার্ড অব অনার দেয়া হয়। ওড়ানো হয় জাপান এবং যুক্তরাষ্ট্রের পতাকা।