বিশ্বকাপে বিশ্বের সেরা অলরাউন্ডার হয়ে খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান। বাংলাদেশের পঞ্চপা-বের অন্যতম এই পা-বের ওপর নির্ভর করছে অনেক কিছু। তাকে ঘিরে যে আশার ভেলায় মানুষ চড়তে চাইছে তা অজানা নয় হেড কোচ স্টিভ রোডসের। মাঝে চোটের কারণে মাঠের বাইরে ছিলেন, হারিয়েছিলেন সিংহাসনও। স্টিভ রোডস তাই মনে করেন হারানো মুকুট ফিরে পেলেও নতুন করে তার প্রমাণ করার মঞ্চ আসন্ন এই বিশ্বকাপ।
আঙুলের চোট বেশ বিপদে ফেলে দেয় সাকিবকে। নিউজিল্যান্ড সফরে ছিলেন না, তবে ত্রিদেশীয় সিরিজে ফিরে ব্যাটে-বলে কার্যকরী ভূমিকায় ছিলেন। দুটি ফিফটিতো ছিলোই, বোলিংটাও ছিলো মিতব্যয়ী। নতুন করে র্যাংকিংয়ে শীর্ষে ওঠায় নিজেকে প্রমাণ করতে একভাবে গর্জে ওঠার আহ্বান জানালেন হেড কোচ। পাকিস্তানের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে তিনি বলেন, ‘টুর্নামেন্টে ভালো কিছু করতে সে মুখিয়ে আছে। আমার মনে হয় কিছু জিনিষ তাকে প্রমাণ করতে হবে, সেও সেটা মনে করে। মাঝে হয়তো সবাই তাকে ভুলে যেতে বসেছিলো, কিন্তু সে এখন পুনরায় ওয়ানডের এক নম্বর অলরাউন্ডার। আমার মনে হয় এটাই তার আসল জায়গা। তবে এর জন্য তাকে প্রমাণ করতে হবে যাতে সবাই তা বিশ্বাস করে।’
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে সাইড স্ট্রেইনের কারণে খেলতে পারেননি সাকিব। তবে এখন পুরোপুরি সুস্থ, সেই কথা মনে করিয়ে রোডস বললেন, ‘সাকিব এখন ভালো আছে। শারীরিকভাবে দারুণ অবস্থানে আছে, আয়ারল্যান্ডে কিছু সমস্যা ছিলো কিন্তু তা কাটিয়ে উঠেছে।’
সাকিবের মতো কাঁধের জটিলতা ছিলো মাহমুদউল্লাহ রিয়াদেরও। তাতে বেশ কিছু ম্যাচে শুধু ব্যাটসম্যানের ভূমিকাতেই দেখা গেছে তাকে। তবে রোডস মনে করেন, ‘মাহমুদউল্লাহর কাঁধ কিছুটা ধীর গতিতে কাজ করছে। আমার মনে হয় প্রস্তুতি ম্যাচে সে পাকিস্তানের বিপক্ষে বোলিং করতে পারতো না। আশা করছি বিশ্বকাপের মঞ্চে তাকে পুরোপুরি ফিট অবস্থায় পাবো। তবে এটা আমাদের ভারসাম্যতে প্রভাব ফেলছে তাতে সন্দেহ নেই।’