আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের মনোহরপুর গ্রামের কাছে মটর সাইকেল দুর্ঘটনায় ৪ জন আহত হয়েছে। গুরুতর আহত ইমন ৪ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও এখনো হুঁশ ফেরেনি।
বুধহাটা গ্রামের ব্যবসায়ী লাল্টুর পুত্র বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলের ৯ম শ্রেণির ছাত্র ইমন গত শুক্রবার আরিফুল ইসলামের ভাড়ায় চালিত মটর সাইকেল ভাড়া নেয়। সে মটর সাইকেলে তার বন্ধু কুদ্দুস সানার পুত্র রাজু (২২), রাজুর ভগ্নিপতি শ্¦েতপুর গ্রামের সুজন ও বুধহাটার আজহারুল ইসলামের পুত্র রোহান কে নিয়ে গুনাকরকাটি-গাবতলা সড়কে বেড়াতে যায়। দ্রুত গতির মটর সাইকেলে আড্ডা দিতে দিতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মনোহরপুর গ্রামের কাছে মটর সাইকেলটি পাশের গাছের সাথে গিয়ে ধাক্কা পায়। তাদেরকে এম্বুলেন্সযোগে সাথে সাথে সাতক্ষীরা হাসপাতালে নেওয়ার পর অবস্থান অবনতি হওয়ায় ইমনকে খুলনাস্থ গাজী মেডিকেলে রেফার করা হয়। সেখানে তারে মস্তিস্কে অস্ত্রোপচার করা হয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত তার সেন্স ফেরেনি।