আশাশুনি থানা পুলিশ পৃথক অভিযানে গ্রেফতারী পরোয়ানার ৬ পলাতক আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের সোমবার সকালে আদালতে প্রেরন করা হয়েছে।
পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান (বিপিএম) এর দিক নির্দেশনায় আশাশুনি থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোঃ আবদুস সালাম এর নেতৃত্বে এএসআই কবির হোসেন অভিযান চালিয়ে সিআর-৮/১৯ (ওয়ারেন্ট) আসামি লস্করী খাজরার আছরোফের পুত্র আঃ রাজ্জাক গাজীকে খাজরা বাজার হতে গ্রেফতার কারেন। এএসআই জাকির হোসেন সিসি-৩৭/১৭ (ওয়ারেন্ট) আসামি খাসবাগান গ্রামের মৃত মাহমুদ মোড়লের পুত্র সিদ্দিক মোড়লকে গ্রেফতার কারেন। এএসআই কবির হোসেন পৃথক অভিযানে সিআর-৪৬/১৯ (ওয়ারেন্ট) আসামি খেড়-য়ারডাঙ্গা গ্রামের ওদুদ ফকিরের পুত্র ফারুক হোসেনকে, এএসআই জাকির হোসেন ননজিআর-৮৪/০৮ (ওয়ারেন্ট) আসামি মৃত মনির উদ্দিন গাজীর পুত্র আকবর হোসেনকে, এএসআই কবির হোসনে সিআর-৮/১৯ (ওয়ারেন্ট) আসামি লস্করী খাজরার আছরোফ গাজীর পুত্র আঃ রাজ্জাক গাজীকে, এএসআই হারুনুর রশিদ সিআর-৫১৪/১৭ (ওয়ারেন্ট) আসামি খরিয়াটি গ্রামের আবদুল জব্বার মালীর পুত্র শহীদুল মালীকে গ্রেফতার করেন।