আশাশুনি সাব রেজিস্ট্রী অফিসে অবৈধভাবে ইকরার সম্পত্তি রেজিষ্ট্রী করে নেওয়ার প্রতিকারের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। সোমবার দুপুরে আশাশুনি প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়।
উপজেলার মধ্যম চাপড়া গ্রামের মৃত কুরবান আলি সরদারের পুত্র জয়নাল আবেদীন লিখিত বক্তব্য ও বিভিন্ন প্রশ্নের জবাবে জানান, তার পিতার ইকরার সম্পত্তি সকলের চোখ ফাঁকি দিয়ে বাঁকড়া গ্রামের বর্তমান মাদরায় বসবাসকারী মৃত গফুর গাইনের পুত্র মোস্তফা গাইন অবৈধ রেজিস্ট্রীর ষড়যন্ত্র করেন। তারা চাপড়া গ্রামের আজহারুল ও দলিল লেখক আহসানের সাথে যোগসাজস করে গত ৩/২/১৯ তাং চাপড়া গ্রামের রশিদ সরদারের পুত্র আছাদুল দিংএর কাছে চাপড়া মৌজার ২১৯ নং খতিয়ানে ৬৩, ৬৪, ৬৫ ও ১১৪ সহ অন্যান্য দাগে মোট ৬৬ শতক জমি তঞ্চকী কাগজপত্র তেরি করে রেজিস্ট্রী করান। বিষয়টি তারা উপজেলা ছাত্রলীগ সভাপতি আসমাউল হুসাইনকে জানালে আসমাউল তাদেরকে সাথে নিয়ে ২৬ মে সাব রেজিস্ট্রী অফিসে গিয়ে দলিল সম্পর্কে জানতে চান এবং দলিল নম্বর জানতে চাইলে সাব রেজিস্ট্রার ক্ষিপ্ত হয়ে ঘটনাকে ভিন্নখাতে প্রবাহের জন্য তাৎক্ষণিকভাবে কয়েকজন দলিল লেখককে ডেকে নিয়ে চাঁদা দাবীসহ বিভিন্ন মিথ্যা অভিযোগ করে দলিল লেখালেখি বন্ধ রাখার নির্দেশ দেন। এ ব্যাপারে অভিযোগ তদন্তপূর্বক অবৈধ দলিল বাতিলকরাসহ অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবী জানান তিনি।