মুলাদীতে কাজিরচর ইউনিয়ন ইসলামি আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকাল ৫টার দিকে কাজিরচর প্যাদারহাট বন্দর জামে মসজিদে এ আলোচনা সভা ও সন্ধ্যায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাজিরচর ইউনিয়ন ইসলামি আন্দোলনের সভাপতি ও মাউলতলা ইসলামিয়া সিনিয়র মাদরাসার উপাধ্যক্ষ মাওঃ সালাহ উদ্দীন কাওসার। কাজিরচর ইউনিয়ন ইসলামি আন্দোলনের সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম জিহাদীর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা ইসলামি আন্দোলনের সভাপতি আলহাজ¦ এফ.এম মাইনুল ইসলাম, পৌর ইসলামি আন্দোলনের সভাপতি মুফতি রফিকুল ইসলাম, কাজিরচর ইউনিয়ন ইসলামি আন্দোলনের সেক্রেটারি মাওঃ মোঃ মিজানুর রহমান, সদস্য আলহাজ¦ ডাঃ আবদুল জব্বার, আলতাফ হোসেন ফকির, কামরুল আহসান, ইউনিয়ন শ্রমিক আন্দোলনের সভাপতি ক্বারী রিয়াজুল ইসলাম, ইউনিয়ন ইসলামি যুব আন্দোলনের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সেক্রেটারি হাফেজ রুহুল আমিনসহ ইউনিয়ন ইসলামি আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন ও ছাত্র আন্দোনের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ এবং ব্যবসায়ীবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।