বগুড়ার আদমদীঘি উপজেলায় সরকারী মূল্যে কৃষকদের নিকট হতে ধান ক্রয়ের লক্ষে কৃষি অফিসের দেওয়া সমগ্রহ উপজেলার ২৭ হাজার কৃষকদের মধ্যে যারা ১ একর জমিতে বোরো ধান চাষবাদ করেছে এমন ৫ হাজার কৃষকদের বাছাইকৃত তালিকা অনুযায়ী লটারি করে ৩৬৩ জন কৃষকদের কাছ থেকে সরকারি গুদামে ধান সংগ্রহ তালিকার ভাগ্য নির্ধারণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল¬াহ বিন রশিদ এর নেতৃত্বে উপজেলা পরিষদ হল রুমে এ লটারি অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী, মৎস কর্মকর্তা মাহাবুবুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শাহান শাহ, সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, সাংবাদিকবৃন্দ ও কৃষকরা উপস্থিত ছিলেন।
কৃষি অফিস সুত্রে জানা যায়, এবারে সমগ্রহ উপজেলায় মোট ধানের আবাদ হয়েছে ১২ হাজার ৪০০ হেক্টর। আর এর মধ্যে সরকার ধান ক্রয় করবেন ৩৬৩ মে.টন:। উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের তালিকা ভুক্ত ২৭ হাজার কৃষকদের তালিকার মধ্যে যারা ১ একর জমিতে বোরো ধান চাষবাদ করেছে এমন ৫ হাজার কৃষকদের তালিকা করা হয়। বাছাইকৃত ৫ হাজার কৃষকদের মধ্যে থেকে লটারি করে ৩৬৩ জন কৃষকদের নাম চুড়ান্ত করা হয়। প্রতি জন কৃষকদের কাছ থেকে ১ মে: টন: ধান সংগ্রহ করবে সরকার।