দেবহাটা উপজেলা বাংলাদেশ আওয়ামী তরুনলীগের উদ্যোগে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে উপজেলার নোড়া চারকুনী গ্রামের ভূমিহীন অসহায়দেরকে সোমবার বিকাল ৫ টায় সেমাই ও চিনি বিতরন করা হয়। বাংলাদেশ আওয়ামী তরুনলীগ দেবহাটা উপজেলা শাখার আহ্বায়ক শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সেমাই ও চিনি বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী তরুনলীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শাহানুর ইসলাম শাহিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী তরুনলীগ সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এসএম নাসির পারভেজ। এ সময় ঐ এলাকার ২ শতের অধিক অসহায় ও দুঃস্থদের মাঝে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে সেমাই ও চিনি বিতরন করা হয়। এ সময় তরুনলীগ দেবহাটা শাখার সভাপতি শরিফুল ইসলাম বলেন, অসহায়দের সেবা করা মানব ধর্ম। আর বিশেষ করে রমজান আমাদেরকে যে শিক্ষা দেয় সেই সংযম ও তাকওয়ার শিক্ষায় যতটুকু সম্ভব তার সংগঠনের পক্ষ থেকে মানুসদেরকে সেবা দেয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি ডিজিটাল সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে তারা কাজ করবেন বলে জানান।