ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বরুকা এলাকা থেকে জি আর মামলার পতালক ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি হাফেজ মোকাদ্দেছ ওরফে মুকছেদ (৩৮)কে গ্রেফতার করেছে পুলিশ।
২৭ মে সোমবার সকালে এ. এস. আই. খলিলুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে বরুকা এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত হাফেজ মোকাদ্দেছ ওরফে মুকছেদ বরুকা গ্রামের আঃ ছালামের এর পুত্র।
ফুলবাড়ীয়া থানার কর্মকর্তা ইনচার্জ ফিরোজ তালুকদার (পিপিএম) জানান, এ. এস আই. খলিলুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জি আর মামলার পালাতক ৫বছরের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছেন।